নাটোর প্রতিনিধি:
নাটোরের ধরাইলে পঞ্চম শ্রেণীর শিশু ছাত্রীর ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে ভিকটিমের গ্রামবাসী নারী পুরুষ এক মানববন্ধন কর্মসূচি পালন করে । মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম, স্কুল শিক্ষিকা মন্নুজান বেগম, জেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন মোল্লা, মর্জিনা খাতুন,কোরান আলীসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি এলাকার সেনা সদস্য আবুল কাশেমের ছেলে শাজাহান আলী একই এলাকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে নির্যাতনের স্বীকার ছাত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শাজাহান আলী। ফলে ঘটনাটি আড়ালেই থেকে যায়। পরে গত ২৭ এপ্রিল পুনরায় ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টার সময় তার পরিবারের লোকজন টের পেলে ধর্ষক শাজাহান পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ শাজাহানকে গ্রেফতার করলেও সে জামিনে বের হয়ে এলাকায় গিয়ে নুপুরের পরিবারকে হুমকী ধামকী দিচ্ছে। অভিযুক্ত শাজাহানকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা। পরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা ।