হঠাৎ করে উত্তরের জেলা নাটোরে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পেয়েছে। সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, গত শুক্রবার ২৪ ঘন্টায় ১১০ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫০ জনই করোনা পজেটিভ। সনাক্তকৃত ৫০ জনের মধ্যে ৪৮ জনই নাটোর শহর এলাকার বাসিন্দা। অথাৎ করোনা আক্রান্তের ৯০ ভাগ ব্যক্তিই শহর এলাকার বাসিন্দা। অপরদিকে গতকাল শনিবার ২৪ ঘন্টায় ৮৫ জনের নমুনা পরীক্ষায় পজেটিভ হয়েছে ২৩ জন। এতে সংক্রমনের হার শতকরা ২৭ ভাগেরও বেশী। রবিবার যে সকল নমুনা সংগ্রহ হচ্ছে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। সদর হাসপাতালে এখন পর্যন্ত সব্বোর্চ ২৭জন করোনা আক্রান্ত রুগী ভর্তি রয়েছে। আর মাত্র ৪টি বেড ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে মোট ২৪জনের। এছাড়া আক্রান্ত হয়েছে ১হাজার ৭৩৬জন। সিভিল সার্জন আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে না চলায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। স্বাস্থ্যবিধি মানাতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, মাস্ক বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এখনই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শহর এলাকায় আক্রান্তের সংখ্যা উদ্বোগজনক। স্বাস্থ্যবিধি না মানলে এ পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন বেশ কয়েকটি জেলার সাথে নাটোরকে লকডাউনের আওতায় আনার বিষয়টি মন্ত্রনালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।