নাটোরে মাস্ক না পরায় বিভিন্ন পথচারী এবং দোকানদারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের স্বাধীনতা চত্বর থেকে নিচাবাজার পর্যন্ত পথচারী এবং দোকানদারদের ২১ জনকে ৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান।
গত এক সপ্তাহে করোনার সংক্রমনের হার ঊর্ধ্বমুখী থাকায় আগামীকাল ৯জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর পৌরসভা এবং সিংড়াা পৌর সভা এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে করোনা ভাইরাস সংক্রমণ কমাতে মাস্ক পরিধান নিশ্চিত করতেই এই অভিযান বলে জানান, জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরো জানান করোনার সংক্রমণ না কমা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।