করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ও রোগীর সেবা নিশ্চিতকরণে নাটোরের গুরুদাসপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ বেডের ওই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন, নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদের ১০ লাখ টাকার অনুদানে রোগীর সেবা নিশ্চিতকরণে এই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করা হয়েছে। ২৭ টি বেডের মধ্যে করোনা ইউনিটের ৮ টি বেড ও সাধারন ইউনিটে ১৯ বেডে এই অক্সিজেন স্থাপনা করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, বৈশিক করোনা মোকাবেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবায় উপজেলা পরিষদ সব সময় পাশে রয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।