নাটোরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেন্টুকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার নাটোর প্রেসক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ জেলা শাখার সভাপতি রাজিব হাসান শাপলা। লিখিত বক্তব্যে বলা হয় জেলার সিংড়া উপজেলার পুন্ডুরী গ্রামের মুক্তিযোদ্ধা মারফত আলীর ছেলে মিঠুর স্ত্রী পুন্ডুরী দাখিল মাদ্রাসায় চাকরীর আবেদন করেন। কিন্তু উৎকোচ দিতে না পারায় তার সে চাকরী হয়নি। এর আগে মিঠু পুন্ডুরী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী পদে আবেদন করেন। তারও উৎকোচ না দিতে পারায় সে চাকরী হয়নি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেন্টু সমপ্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অনিয়মের বিষয় প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই সব দূর্নীতিবাজরা নিজেদের অপকর্ম ঢাঁকতে সেন্টুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নামে ফেসবুক আইডি খোলার অভিযোগ এনে তাকে গ্রেফতার করিয়েছে। প্রকৃতপক্ষে আইডিটির নাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই আইডিতে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ড প্রচার করা হয়। আইডিডর কোন অপব্যবহার করা হয়নি। সংবাদ সম্মেলনে মিথ্যা ্পবাদ দিয়ে সেন্টুকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবী জানান হয় এবং যারা এই দূর্নীতির সাথে যুক্ত তাদেও বিচারের দাবী জানান হয়। নতুবা বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ জেলা শাখা আরও কঠোর কর্মসুচির ঘোষণা দেবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মামুনুর রশিদ মল্লিক, রানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম প্রমুখ।