নাটোরের বাগাতিপাড়ায় ২০২০-২১ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার জিমনেশিয়াম কক্ষে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এ সকল সামগ্রী বিতরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল , উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নরুল ইসলাম ঠান্ডু। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৪টি সেলাই মেশিন, ৫টি বেড় জাল, ১৫টি ক্রিকেট সেট, ৪০ টি ভলিবল, ৪ টি হারমনিয়াম এবং ৭০টি ফুটবল।