নাটোরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । এসময় জেলা প্রশাসক স্থানীয় সাংবাদিকদের কাছে নাটোরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে জানতে চান। তিনি নাটোরের উন্নয়নের ক্ষেত্রে সকল চেষ্টা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন। এ ছাড়া নাটোরের সব ধরণের উন্নয়ন কাজে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি বিটিভি সাংবাদিক জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট প্রতিনিধি বাপ্পী লাহিড়ী, সিনিয়র সাংবাদিক দেশ টিভি প্রতিনিধি রনেন রায়,একুশে টিভি প্রতিনিধি নবীউর রহমান পিপিলু, চ্যানেল আইএর প্রতিনিধি রেজাউল করিম রেজা, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি মাহবুব হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান, ৭১ টিভির প্রতিনিধি বুলবুল আহমেদ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, প্রথম আলোর প্রতিনিধি মুক্তার হোসেন, সময় টিভির প্রতিনিধি আল মামুন, চ্যানেল-২৪ এর প্রতিনিধি দেবাশীষ সরকার প্রমুখ। সাংবাদিকবৃন্দ নাটোরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সঠিক তথ্য প্রাপ্তিসহ সংবাদ সরবরাহের জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।