মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে নাটোর জেলার পরিস্থিতি দিন দিন অবনতি ঘটায় নাটোরে সিভিল সার্জনকে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। আজ রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমানের অফিস কক্ষে গিয়ে জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব রহিম নেওয়াজের এর যৌথ স্বাক্ষরিত এই স্মারক লিপি তুলে দেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্যসচিব রহিম নেওয়াজ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, পৌর বিএনপি’র আহবায়ক বাবুল চৌধুরীসহ নেতৃবৃন্দ। স্মারকলিপিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যত দ্রুত সম্ভব সকল মানুষকে বিনামূল্যে টিকা প্রদান, জেলা ও উপজেলা হাসপাতালে অধিকহারে বিনামূল্যে করোনা টেস্ট, হাসপাতালগুলোতে করোনার শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বিনামূল্যে চিকিৎসা প্রদান, পর্যাপ্ত অক্সিজেন ও আইসিইউ ব্যবস্থা, হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসক-নার্স, টেকনিশিয়ান নিয়োগসহ নানা দাবি তুলে ধরেন তারা।