নাটোরের বাগাতিপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সান্যালপাড়ার দীঘির পাড়ে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এসময় আরও বক্তব্য দেন এ্যামিজা আক্তার। উল্লেখ্য, তথ্য আপার সেই অনুষ্ঠানে ৫০ জন নারী অংশগ্রহনে করেন। সেখানে বক্তারা করোনা সতর্কতা, বাল্য বিবাহ এবং ই-কমার্চ সম্পর্কে গ্রামের নারীদের অবহিত করেন।