প্রায় দুই সপ্তাহ ধরে নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলছুট এক মুখপোড়া হনুমান। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতা পিছু পিছু ছুটছে, ভীড় করছে। প্রাণীকে দেখে আনন্দ পাচ্ছে অনেকে আবার কেউ কেউ তাকে ঢিল ছুড়ে বিরক্তও করছে।
জানা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে সিংড়া উপজেলার নুরপুর, বলিয়াবাড়ি, সিংড়া বাজার, সরকারি কলেজ, পেট্রোলবাংলা, চকসিংড়া, শোলাকুড়া এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ তাকে কলা-রুটি খেতে দিচ্ছে আবার কেউ কেউ বিরক্ত করছে।
পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী জানান, বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান। তবে কোথা থেকে এসেছে কেউ বলতে পারে না। প্রাণীটিকে যেন বিরক্ত করা না হয় সেজন্য মানুষকে সচেতন করা হচ্ছে।