নাটোরে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাটোর পৌরসভার মাস্টার রোলে কর্মরত হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ব্যানারে তারা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে
নাটোর হরিজন ঐক্য পরিষদের জেলা সভপতি শ্রী লক্ষন জামাদার ও সেক্রেটারী সবুজ জামাদার বক্তব্য রাখেন। তারা সরকারের প্রতি দাবী করেন, এই করোনা কালীন মহামারীতে তাদেরকে যেনো চাকরিচ্যুত না করা হয়। যদি চাকরিচ্যুত করা হয় তাহলে আমরা এই করোনা মহামারীতে কিভাবে পরিবারের ব্যয়ভার বহন করব। তাদেরকে কোন ভাবেই যেনো চাকরি থেকে বাদ না দেয়ার দাবী জানান সরকারেরর প্রতি। নাটোর পৌরসভা ৮৮ জন পরিচ্ছন্ন কর্মীর মধ্যে ৫৩ জন মাস্টার রোলে কর্মরত আছেন। প্রজ্ঞাপনের কথা শুনেই গত বুধবার বিকেল থেকেই তারা কর্মবিরতি শুরু করেছেন। এবিষয়ে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সকল পৌরসভার মাস্টার রোলে কর্মরত সকল কর্মীকে বাদ দেয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই আমি সরকারের দেয়া আদেশ পালন করছি। এখানে আমার কোন কর্তৃত্ব নেই।