ডেস্ক নিউজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার রাতে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৩ রানে জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারানোর প্রথম স্বাদ পেল দেশ।
টি-টোয়েন্টিতে এটি মোটামুটি বড় ব্যবধানের জয়। অথচ বাংলাদেশের পুঁজি ছিল মোটে ১৩১ রানের। স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সে ওই রানই হয়ে যায় যথেষ্টর বেশি।