কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে নাটোর সদর উপজেলার সমবায় সমিতির ক্ষতিগ্রস্থ ৫৬ সফল উদ্যোক্তাকে ৫৩ কোটি ৫০ হাজার টাকার প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঋণের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপ দেশের ক্ষতিগ্রস্থ অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সুফল বয়ে নিয়ে এসেছে। দেশ আবারো উন্নয়নের মূল ধারায় এগিয়ে যাচ্ছে। গ্রহনকৃত ঋণের অর্থের সদ্ব্যবহারের মাধ্যমে সুবিধাভোগী সমবায়ী উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন এবং স্বনির্ভর নাটোর ইউসিসিএ’র সভাপতি শরিফুল ইসলাম শরিফ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ পরিচালক গোপাল চন্দ্র সাহা, নাটোর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ এমদাদুল হক, নাটোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার কাজল, ।
নাটোর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ এমদাদুল হক জানান, প্রদানকৃত ঋণ দুই বছর মেয়াদে মাত্র চার শতাংশ সার্ভিস চার্জে কিস্তিতে পরিশোধ করতে হবে। ঋণ প্রদানের প্রথম ছয় মাসে কোন কিস্তি প্রদান করতে হবে না।