একুশে আগষ্ট গ্রেনেড হামলায় জড়িত ও কুশিলবদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সকালে শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনালয় এই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এ সময় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, একুশে আগষ্ট গ্রেনেড হামলা বিএনপির প্রত্যক্ষ মদদে হলেও সেই সব কুশিলবদের বিচার আজও হয়নি। অবিলম্বে হামলায় জড়িতদের বিচারের দাবী জানান তারা। এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনসহ দলের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।