নাটোরের গুরুদাসপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তি করার অভিযোগে মোতালেব ফকির ওরফে মোতালেব নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে অভিযুক্ত ব্যক্তিকে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারীপাড়ার এক বাড়ী থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি গ্রামের মৃত মজের উদ্দিন কবিরাজের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান,গত ৬ সেপ্টেম্বর অভিযুক্ত মোতালেব ফকির উপজেলার তেলটুপি বাজারে চা স্টলে পবিত্র কোরআনা শরীফ নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করে। এই মন্তব্যে চা স্টলে বসে থাকা লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। সেখানে বসে থাকা কামাল হোসেন নামে এক ব্যক্তি পবিত্র কোরআন শরীফ নিয়ে তার এই কটুক্তি মন্তব্যটি মোবাইলে ধারণ করে। পরে স্থানীয় লোকজন তাকে এবিষয়ে মসজিদে গিয়ে ক্ষমা চাইতে বললে তিনি ক্ষমা না চেয়ে সেখান থেকে বাড়ি চলে যান। পরের দিন অভিযুক্ত মোতালেব ফকির এবিষয়ে আরও মন্তব্য করায় মোবাইলে ধারনকৃত ব্যক্তি সেটা ফেসবুকে ছেড়ে দেয়। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে মোতালেব ফকিরের উপর চড়াও হয়। এ অবস্থায় অভিযুক্ত মোতালেব ফকির এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। এবিষয়ে আজ বৃহস্পতিবার পুলিশকে জানালে তাকে আটক করতে অভিযানে নামে পুলিশ। অভিযানের এক পর্যায়ে পুলিশ আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারীপাড়ার এক বাড়ি থেকে অভিযুক্ত মোতালেব ফকিরকে আটক করে থানায় নিয়ে আসে। এবিষয়ে অভিযুক্ত ব্যক্তির নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।