নিজস্ব প্রতিবেদক:
নাটোরের অবিসংবাদিত আওয়ামী লীগ নেতা শংকর গোবিন্দ চৌধুরীর ২৬ তম প্রয়াণ বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আজ সোমবার সকাল ৭টার দিকে শহরের নীচাবাজারস্থ নিজ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য সহ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, শংকর গোবিন্দ চৌধুরী তনয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখ, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিনসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পৌর কর্মচারী কল্যাণ পরিষদ, যুবলীগ, ছাত্রলীগসহ রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। পরে সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ছাতনী মহাশ্মশানে প্রয়াত নেতার বেদিতে শ্রদ্ধার্ঘ নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ১৯৯৫ সালের এই দিনে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা গভর্ণর, সাবেক সংসদ সদস্য, সাবেক পৌর চেয়ারম্যান স্বাধীনতা পদকপ্রাপ্ত অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরী পরলোকগমন করেন।