নাটোর প্রতিনিধি:
নাটোরে সরকারি যাকাত ফান্ড থেকে ৮৬ ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন বিতরণ করে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম মনিরুল ইসলামসহ সরকারী কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ৭ জনকে সেলাই মেশিন ও অন্যান্যদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।