ডেস্ক নিউজ
স্কুল ব্যাংকিং কার্যক্রম উৎসাহী করতে বঙ্গবন্ধু শিক্ষা বিমার লেনদেন সম্পন্ন করা যাবে স্কুল ব্যাংকিং হিসাবের মাধ্যমে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, মুজিব শতবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে বঙ্গবন্ধু শিক্ষা বিমা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বঙ্গবন্ধু শিক্ষা বিমার ক্ষেত্রে জীবন বিমা করপোরেশন বিমাকারক হিসেবে দায়িত্ব পালন করবে।
বঙ্গবন্ধু শিক্ষা বিমা সংক্রান্ত আর্থিক লেনদেন শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাব থেকে সম্পন্ন করা যাবে। শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও লেনদেনে উৎসাহী করতে হবে।