নাটোর প্রতিনিধি:
সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবীতে নাটোরে জেলা প্রশাসকের কাছে বিএনপি স্মারকলিপি প্রদান করেছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের কাছে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয় সরকার প্রতি মন ধান কেনার জন্য ১ হাজার ৪০টাকা নির্ধারণ করলেও সরকারী দলের নেতৃবৃন্দের আনুকুল্য পাওয়া মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা ৫শ’ টাকার বেশী মূল্য পাচ্ছে না। এতে করে কৃষকরা উৎপাদন খরচের চেয়ে অনেক কম দাম পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের রক্ষা করতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবী জানান তারা। এছাড়া পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরীসহ ৯ দফা ন্যায্য দাবী মেনে নেওয়ারও আহবান জানানো হয় ওই স্মারকলিপিতে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আমিনুল হক, সদর উপজেলা বিএনপি সভাপতি রহিম নেওয়াজ, সাধারণ সম্পাদক হাসান আলী সহ জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।