নিজস্ব প্রতিবেদক:
নাটোরের একটি যুবলীগের কার্যালয়ে ফয়সাল হোসেন নামে এক কিশোরের নখ উপড়ে ফেলে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল রাতে সামাজিক যোগাযোম মাধ্যমে ঘটনাটি আপলোড হলে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় একরাম হোসেন সুমন ও মোঃ আবির নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ ও নির্যাতনের স্বীকার কিশোর ফয়সালের হোসেনের দোকান মালিক আব্দুস সালাম বলেন, ‘ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে অপর ব্যবসায়ী একরাম হোসেন সুমনের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জের ধরে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুমনের সহযোগী স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ৫/৬ জন নেতাকর্মী তাকেসহ তার দোকানের কর্মচারী ফয়সালকে জিম্মি করে। এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেলটির চাবিও হাতিয়ে নেয় তারা। পরে তাদের শহরের কানাইখালী এলাকায় যুবলীগের অস্থায়ী কার্যালয়ে নিয়ে গিয়ে তাদের নির্যাতন করতে থাকে। নির্যাতনের একপর্যায়ে তার দোকান কর্মচারীর আঙুলের নখ প্লাস দিয়ে উপড়ে ফেলা হয়। তাদের দাবীকৃত দুই লাখ টাকা আনার কথা বলে সেখান থেকে এসে আব্দুস সালাম ঘটনাটি পুলিশকে জানায়। পরে অভিযান চালিয়ে পুলিশ ওই কিশোর ও মোটরসাইটি উদ্ধার করে। এঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।