ডেস্ক নিউজ
বাংলাদেশের বিডিজিডি ই-গভঃ সার্ট নবম ওআইসি সাইবার ড্রিলে দ্বিতীয় হয়েছে। মঙ্গলবার ৪ ঘণ্টার এ ড্রিলে অংশ নেয় ২০টি দল। বাংলাদেশ ছাড়াও এ ড্রিলে প্রতিযোগিতা করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাতার, আরব আমিরাত, তুরস্ক, সিরিয়া, নাইজেরিয়া ও বেনিনের জাতীয় কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম। প্রতিযোগিতায় প্রথম হয়েছে তুরস্কের ট্রাকসেল-সিডিসি। তৃতীয় হয়েছে তিউনিশিয়ার টান সার্ট। শীর্ষ ১০ দলের মধ্য চতুর্থ হয়েছে মালয়েশিয়ার মাই সার্ট, পঞ্চম কাতারের কিউ সার্ট, ষষ্ঠ হয়েছে মরক্কোর মা সার্ট এবং সপ্তম উজবেকিস্তানের উজ সার্ট। এ ছাড়াও পরবর্তী ধাপে রয়েছে যথাক্রমে ভারতের সার্টইন, শ্রীলঙ্কার টেক সার্ট ও মিশরের এগ সার্ট।
এ তালিকায় একাদশ ও বিশতম অবস্থান পাকিস্তানের পিসা সার্ট এবং এনআরথ্রিসি। এ আয়োজনের স্বাগতিক দেশ ছিল ওমান।