ডেস্ক নিউজ
সৌদি, কাতার ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক বুধবার এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল ভার্চুয়ালি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কাতারের মুনতাজাত থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১১৬ কোটি টাকা। এছাড়া কাফকোর কাছ থেকে আরো ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। এতে ব্যয় হবে ১১৯ কোটি টাকা। এছাড়া সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআসি) থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে পৃথক লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১১৫ কোটি টাকা। সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআইসি) থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ষষ্ঠ লটে ৩০ হাজার টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ১১৪ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৫৩০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৪০ হাজার টন ফার্নেস অয়েল ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু জাপিনের কাছ থেকে আমদানির সিদ্ধান্ত হয়। এতে ব্যয় হবে ১৭৪ কোটি টাকা। এছাড়া কর্ণফুলী নদীর সদরঘাট হতে বাকলিয়া চর পর্যন্ত বর্জ্য অপসারণ এবং ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৫৩ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।