নিজস্ব প্রতিবেদকঃ
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ডেঙ্গু হতে মুক্ত থাকি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে ডেঙ্গু প্রতিরোধকল্পে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ,নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি,সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম। সভায় জেলার ৭টি উপজেলার প্রায় অর্ধ শতাধিক বেসরকারী ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিকগন।
সভায় জেলা প্রশাসক জানান জানান, আর কয়েকদিন পরেই মসুলমানদের কোরবানীর ঈদ উপলক্ষ্যে নাটোরে বিভিন্ন জেলা বিশেষ করে রাজধানী ঢাকা থেকে নাটোরে অনেক মানুষ আসবেন। তারা সকলেই কিন্তু ডেঙ্গু রোগ বহন করবে না। এদের মধ্যে হয়তো কিছু ডেঙ্গু রোগ বহনকারী রোগী আমাদের এলাকায় আসবে। তাদেরকে অবহেলা করবেন না ডেঙ্গু রোগীর লক্ষন দেখা দিলে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে বা ক্লিনিকে চিকিৎসা নেওয়ার অনুরোধ করেন। সেই সাথে সকলকে পরিস্কার পরিছন্ন থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়।
সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম বলেন, নাটোর সদর হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগ পরিক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪জনকে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বাঁকীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও নাটোরের বিভিন্ন বেসরকারী ক্লিনিকে আরো ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন কোন ভাবেই ক্লিনিক মালিকগন যেন এই পরিক্ষা করানোর জন্য সাধারন মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে না নেয় সেদিকে খেয়াল রাখবেন।
এসময় বেসরকারী ক্লিনিক মালিক আলমগীর হোসেন বলেন, ডেঙ্গু রোগ পরিক্ষা করার জন্য প্রয়োজনীয় কিট বর্তমানে অধিক দামে ক্রয় করতে হচ্ছে। অধিক মুল্যে কিট ক্রয় করে তারা কম টাকায় কিভাবে পরিক্ষা করবেন তারা। তাই তিনি মনে করেন ডেঙ্গু রোগ পরিক্ষার জন্য প্রয়োজনীয় কিট সঠিক দামে বিক্রয় করার জন্য অনুরোধ করেন ব্যবসায়ীদের প্রতি। তিনি সাধারন মানুষের এই ক্লান্তি লগ্নে কোন ব্যবসায়ী যেন অবৈধভাবে অধিক মুল্য নিয়ে সাধারন মানুষকে হয়রানী না করেন।