ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১৮ জুন। নির্বাচনের তফসীল অনুযায়ী ২১ শে মে মঙ্গলবার মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন ছিল। মনোনয়ন ফরম জমা নেওয়ার সময় সীমা ছিল মঙ্গলবার বিকাল ৫টা পযর্ন্ত। মনোনয়ন ফরম জমা দিতে আসা একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম জোড়পূর্বক ছিনতাইয়ের চেষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার মির্জাপুর গ্রামের বিশুমালাকারের স্ত্রী সাবিত্রী রানী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সে বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে আসার পথে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সীমানা প্রাচীরে ভিতরে প্রবেশের পর তার হাতে থাকা মনোনয়ন ফরম সহ বিভিন্ন কাগজপত্রাদি ফাইলে থাকা ফাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে ছিনতাই করা এ ফাইলটি উপজেলা কমপ্লেক্সের অদূরে একটি খালের পানিতে ছিড়ে পেলে দেওয়া হয় বলে জানা গেছে। পরে খালের পানি ও পরিত্যক্ত স্থান থেকে সাবিত্রী রানী কাগজপত্র গুলো ভিজে অবস্থায় উদ্ধার করে সহকারি রির্টানি অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে যাওয়ার হয়। পরে বিকাল পৌনে ৫টার দিকে সহকারি রির্টানিং কর্মকর্তার সাবিত্রী রানীর মনোনয়ন ফরমটি গ্রহণ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মেহের নিগার জানান, নির্ধারিত সময়ের মধ্যে যারাই আসুক আমি মনোনয়ন ফরম গ্রহণ করবো এবং করেছি। তবে ছিনতাইয়ে কোন ঘটনা আমাকে কেউ মৌখিক বা লিখিত ভাবে জানায় নি। তবে যদি কেউ অভিযোগ করে তাহলে আমি সে মতে ব্যবস্থা নেব।