নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে চকজোতদৈবকী শীতলা মন্দিরের প্রতীমার মাথা ও হাত ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা। রবিবার রাতের কোন এক সময়ে এই ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দুত্যি, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার,লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকার সনাতন (হিন্দু) সম্প্রদায়ের মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। বিকেল সাড়ে ৪ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি বা কোন মামলাও করা হয়নি।
এবিষয়ে মন্দির কমিটির সভাপতি দ্বিপেন্দ্র নাথ সাহা বলেন,রাতের অদ্ধকারে কে বা কাহারা প্রতীমার মাথা ও হাত ভেঙ্গে ফেলেছে তা এখনো জানা যায়নি। তারা সকালে মন্দিরে প্রার্থনা করতে গিয়ে প্রতীমার মাথা ও হাত ভাঙ্গা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি নাটোর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবগতি করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন,বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) সহ গোয়েন্দা বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে। অল্প সময়ের মধ্যে ঘটনাটির উদঘটন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাটোরে পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরির্দশ করে বলেন,ঘটনাটি উদঘটনের জন্য জোর তৎপরতা চলছে। পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। আতংকিত হওয়ার কোন কারন নেই। এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। আপনারা সকলে স্বাভাবিক জীবন যাত্রা চালিয়ে যান।