নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে আলতাহা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আলতাহা উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।
এলাকাবাসী ও নিহত শিশুর স্বজনরা জানান,বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া গ্রামে শিশু আলতাহা বাড়ির উঠোনে খেলা করছিল। খেলা করার কোন এক সময় সকলের অগচরে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। অনেক সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা।
পরে বেলা ১১টার দিকে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করার পর স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষনা করেন।
পানিতে পড়ে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।