নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নি সংযোগ ও বসতবাড়ীতে লুটপাটের প্রতিবাদে নাটোরে সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের স্বাধীনতা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডেটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ অন্যান্যরা। এসময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সকল ধর্মের প্রতিনিধি, ছাত্র শিক্ষকসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।