নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়ন পরিষদে ভিজিটি কার্ড কর্মসূচী তালিকায় নাম থাকা সত্ত্বেও ৯মাস পযর্ন্ত চাউল না পাওয়ায় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অসহায় সুবিধা বঞ্চিত পরিবারগণ। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেন ওই ভুক্তভোগী সুবিধা বঞ্চিত পরিবারগণ। সংবাদ সম্মেলনে সুবিধা বঞ্চিত ভুক্তভোগী অসহায় পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, বিয়াঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাসিন্দা সাথী বেগম, ৬নং ওয়ার্ড বাসিন্দা রিনা বেগম ও ৮নং ওয়ার্ড বাসিন্দা শিউলি বেগম। বক্তব্যে তারা বলেন,ভিজিডি কার্ড করতে ৩হাজার টাকা নিয়েছে ইউপি চেয়ারম্যান। কার্ড না হওয়ায় সেটা ইউপি চেয়ারম্যানকে অবগত করলে তিনি আমাদের ভিজিটি কার্ড কর্মসূচী বাতিল হয়েছে বলে জানান। পরে ইউানয়ন পরিষদে খোঁজ নিয়ে জানতে পারি,ভিজিডি কার্ড কর্মসূচী তালিকায় তাদের নাম অর্ন্তভুক্ত রয়েছে। কিন্তু তালিকায় নাম থাকা সত্ত্বেও দীর্ঘ ৯মাস যাবত সরকারি অনুদান চাউল না পাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তদন্ত সাপেক্ষে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে সংবাদ সম্মেলনের স্বারকলিপি কপি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.তমাল হোসেনের নিকট হস্তান্তর করেছেন ভুক্তভোগী পরিবারগণ।