নিজস্ব প্রতিবেদক:
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২১। এ উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর সদর থানার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফরোজা খাতুন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি উমা চৌধুরী জলি, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আব্দুস সালামসহ কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, পুলিশ মানুষের বন্ধু। তবে শুধুমাত্র পুলিশের চেষ্টায় সমাজ থেকে সকল সমস্যা দূর করা সম্ভব হয় না। কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে গঠিত কমিউনিটি পুলিশের সহযোগিতায় পুলিশ সমাজের যে কোন ধরণের বিশৃংখলা ও অসামাজিক কর্মকান্ড দূর করতে পারে। তাই কমিউনিটি পুলিশের যথেষ্ঠ গুরুত্ব রয়েছে।