ডেস্ক নিউজ
নাটোরের সিংড়ায় ১২ জন কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিক করণ প্রকল্পের আওতায় ৫০% ভুর্তকিতে কৃষকদের মাঝে ১২টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ভার্চুয়ালে বিতরণ কাজের উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে কৃষকদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা প্রমুখ।