নিউজ ডেস্কঃ
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিশু অধিকার রক্ষায় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে অন্যতম বিদ্যমান আইনকে যুগোপযোগী করা।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ইউনিসেফের সহযোগিতায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত শিশু আইন বিষয়ক কর্মশালায় একথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের পদক্ষেপের কারণে শিশুশ্রম অনেক হ্রাস পেয়েছে। শিশুদের অধিকার ও সুরক্ষায় বিশেষ নজরদারি রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর।
২০১৩ সালের শিশু আইনকে ২০১৮ সালে সংশোধন করে আরও কার্যকর করা হয়েছে। এর ফলে শিশুবান্ধব বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, যারা শিশুদের নিয়ে কাজ করবে তাদের এই আইন ও বিচার প্রক্রিয়া সম্পর্কে ধারণা থাকা দরকার।
কর্মশালায় সারাদেশ থেকে ৬০ জন সেশন জজ, ৮ জন পুলিশ কর্মকর্তা ও ৮ অন্যান্য সংস্থার কর্মকর্তারা অংশ নেন।