নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় এক আওয়ামী লীগ কর্মীকে প্রাণনাশের হুমকি দিয়েছে তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন। ঐ আওয়ামী লীগ কর্মীর নাম মো. আহাদ আলী সিদ্দিক। সে তেমুক নওগাঁ গ্রামের আবুল কাশেমের পুত্র। এ ঘটনায় তিনি থানায় জিডি করেছেন।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ। তাঁর পক্ষে প্রচারণা করেন আওয়ামী লীগ কর্মী আহাদ আলী সিদ্দিক। গত রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের ব্যবহৃত মুঠোফোন থেকে আওয়ামী লীগ কর্মীকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। যার কল রেকর্ড ফাঁস হয়েছে। কল রেকর্ডে শোনা যায় মিনহাজ চেয়ারম্যান আওয়ামী লীগ কর্মীকে মেরে মাছ দিয়ে খাইয়ে দেয়ার হুমকি দেন। এছাড়া একই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুকুল হায়দার বাবুকে মারপিটের কথা অকপটে স্বীকার করে মিনহাজ উদ্দিন।