নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা নিয়ে বিরোধে কাশেম আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত কাশেম আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ময়েজ আলী মোল্লার ছেলে। আজ বুধবার সকালে উপজেলার নাজিরপুর বটতলা মোড়ে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে হত্যাকারী কেনাল আলী পলাতক রয়েছে। কেনালকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান শুরু হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও স্থানীয়রা জানান, উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ময়েজ আলীর প্রবাসী ছেলে কাশেম আলী বিদেশে মানুষ পাঠানোর কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এভাবেই গোপীনাথপুরের মৃত রজব আলীর ছেলের কেনাল আলী কাশেমকে বিদেশ যাওয়ার জন্য তিন লাখ টাকা দেয়। কিন্তু দীর্ঘদিনেও কেনালকে বিদেশে নিয়ে যেতে না পারলে কেনাল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার পাওনা টাকা ফেরৎ চায়। এনিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয়েছে। এরই এক পর্যায়ে আজ সকালে কাশেম নাজিরপুর বাজার থেকে বটতলা মোড়ে এলে কেনাল আলী তার পথরোধ করে। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে কেনাল আলী তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কাশেমকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় কাশেমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।