ডেস্ক নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
উভয় প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। স্কটিশ এক্সিবিশন সেন্টারো কপ-২৬ ভেনুর ইউকে মিটিং রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাত করেন। উভয়ের আলোচনায় দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যু স্থান পায়।
সূত্র : বাসস