নিজস্ব প্রতিবেদক:
নাটোরে উপজেলা পর্যায়ে “দক্ষ যুব সমৃদ্ধ-দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক ৭ দিন ব্যাপী এক নারী প্রশিক্ষণ কোর্স কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার নাটোর সদরের ছাতনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এই কোর্সের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা খাতুন। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুরের সভাপতিত্বে গুগোল উপজেলা যুব উনয়ন অধিদপ্তর আয়োজিত এবং স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থা এস এস ইউ এস এর সহযোগিতায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পারভীন আক্তার। “দক্ষ যুব সমৃদ্ধ-দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক এই কর্মশালায় মোট ৩০ জন নারী গবাদিপশু, হাঁস-মুরগী পালন, মৎস্যচাষ, শাকসবজি উৎপাদন ও পোশাক তৈরি সহবিভিন্ন বিষয়ে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবেন।