নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী সাধারন সদস্য পদে ২২৪ জন প্রার্থী ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।বৃস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বিকাল ৫ টা পযন্ত এসব প্রার্থীরা মনোনয়ন পত্র রিটানিং কর্মকর্তাদের কাছে দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়,মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিতসহ ৬ জন প্রার্থী ও সাধারন সদস্য পদে ৩৬ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা পদে ৭ জন প্রার্থী,মাধনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিতসহ ৬ জন প্রার্থী,সাধারন সদস্য পদে ৫৩ জন প্রার্থী সংরক্ষিত পদে ১০ জন,খাজুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনিতসহ ৪ জন,সাধারন সদস্য পদে ৩৮ জন,সংরক্ষিত পদে ১০ জন,পিপরুল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিতসহ ৪ জন,সাধারন সদস্য পদে ৪০ জন,সংরক্ষিত পদে ১২ জন,বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীতসহ ৮ জন প্রার্থী,সাধারন সদস্য পদে ৫৭ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র রিটানিং কর্মকর্তাদের কাছে দাখিল করেন।
পঞ্চম ধাপে নলডাঙ্গা উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই ১২ ডিসেম্বর,প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর,প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং ৫ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।