নিজস্ব প্রতিবেদক:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাটোরে মোমবাতি মিছিল ও শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী ও জেলা আওয়ামীলীগ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের কাপুড়িয়াপট্টিস্থ ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী ও কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে পৃথকভাবে প্রজ্জ্বলিত মোমবাতি নিয়ে মিছিল বের করা হয়। মিছিল দুইটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মোড়ের স্বাধীনতা স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু , সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। অপরদিকে রাত সাড়ে ৭ টার দিকে নাটোর প্রেসক্লাবে শহীদ দিবসের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শামীম আহমেদ,পুলিশ সুপার লিটন কুমার সাহা,প্রফেসর সুবিদ কুমার মৈত্র ,প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহম্মদ রফিক বাবন,সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ীসহ অতিথিবৃন্দ। বক্তারা দিবসটির তাৎপর্য সম্পর্কে নতুন প্রজন্মকে সম্যক ধারণা দেওয়ার ওপর জোর দেন। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।