নাটোরের সিংড়ায় আসিফ নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের পাংগাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি কচু বাগান থেকে আসিফের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসিফ একই এলাকার ভুলু মিয়া ছেলে ও পাংগাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মত বুধবার বিকেলে বিদ্যালয়ের মাঠে খেলা করার জন্য আসিফ বাড়ী থেকে বের হয়। খেলা শেষে সন্ধ্যায় বাড়ীতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। অনেক সময় কোথাও তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে ও খবর দেয়া হয়। পরে এলাকাবাসী সহ তারা বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে রাত আনুমানিক ১০ টার দিকে আসিফের বাড়ি থেকে প্রায় ৫ শ গজ দূরে প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি কচু বাগানে তাঁর গলা কাটা মরদেহ পওে থাকতে দেখে এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে হত্যার কোন কারন জানাতে পারেনি পুলিশ তবে পুলিশী তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান পুলিশ।