নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে সড়ক দূর্ঘটনা রোধে, শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে অবৈধ এলইডি লাইটের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বনপাড়া – নাটোর মহাসড়কের বনপাড়া বাইপাস চত্বরে তেল পাম্প এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ মারিয়াম খাতুন। এসময় সড়কে বাস,ট্রাক, ব্যাটারি চালিত অটোভ্যান মোটরসাইকেলে লাগানো এলইডি লাইট খুলে ফেলা হয় এবং জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ মারিয়াম খাতুন জানান, সড়কে বিভিন্ন যানবাহনে স্বাভাবিক আলোর থেকে অতিরিক্ত লাইট লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছে যানবাহন। এতে ঝুকিপূর্ণ হয়ে যাচ্ছে চলাচল। ঘটছে ছোট, বড় দূর্ঘটনা। এছাড়াও একদিকে শীত কাল, চারদিকে কুয়াশা, ওপর দিকে প্রতিটি বাস,ট্রাক সহ ছোট বড় সব যানবাহনেই এই লাইটের আলো। দুটি গাড়ি সামনা সামনি হলে এক প্রকারের ভয়াভয় অবস্থার সৃষ্টি হয়। ঘটছে দূর্ঘটনা। এগুলো প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।