নিজস্ব প্রতিবেদক:
নাটোরে হাড় কাঁপানো শীতে বিপর্যস্থ হয়ে পড়া ছিন্নমুল ও অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার রাতে নাটোর রেল স্টেশনে অবস্থানকারী ছিন্নমুল ও অসহায় মানুষ, কদিম সাতুরিয়া আশ্রায়ন প্রকল্পে, মোমিনপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবার এবং শহরের বাইপাস এলাকায় বসবাসকারী দরিদ্র পরিবারে গিয়ে প্রায় সাড়ে চারশ দরিদ্র ও ছিন্নমুল মানুষদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালেহ আল ওয়াদুদ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত দুই দিন যাবৎ প্রচন্ড শীত ও হিমেল বাতাসে ছিন্নমুল ও অসহায় মানুষ শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে।