নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আনসার ভিডিপি কার্যালয় চত্তরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, (নাটোর- নলডাঙ্গা -২) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএমবার, আকবর আলী পরিচালক (অবঃ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বক্তারা বলেন, আনসার ভিডিপির ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের সার্বিক উন্নয়নে গ্রাম পুলিশের ভূমিকা অনবদ্য। তারা সল্প বেতনে সরকারের সকল দায়িত্ব জীবনের ঝুকি নিয়ে পালন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট মেহেদী হাসান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এজিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা জগলুল আরেফিন। পরে দুইজন বীরাঙ্গনা মহিলা আনসার সদস্যকে নগদ পাঁচ হাজার করে টাকা ও ২৫ জন আনসার সদস্যকে একটি করে বাই সাইকেল, ও একটি করে ছাতা ও দুইজন মহিলা সদস্যকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।