নিজস্ব প্রতিবেদক:
“শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে সারাদেশব্যাপী প্রদর্শনীর অংশ হিসেবে নাটোরে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী আধুনিক স্টেডিয়ামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই অ্যাক্রোবেটিক শো অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাক্রোবেটিক প্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। শুক্রবার ছুটির দিন হওয়াতে বিপুল সংখ্যক দর্শক গ্যালারিতে উপস্থিত হয়ে ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় এই মনমুগ্ধকর প্রদর্শনী উপভোগ করেন।