নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মম্বলীদের সব চেয়ে বড় উৎসব শুভ বড় দিন। এ উপলক্ষ্যে শনিবার জেলার সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ বনপাড়া সহ জেলার ছোট বড় ১৪ টি গীর্জায় সকালে ঘন্টার ধ্বনি শুনে দলে দলে গীর্জায় আসতে শুরু করে খ্রিষ্টান স¤প্রদায়ের নারী-পুরুষ,শিশু-বৃদ্ধরা। জেলার বনপাড়া বড় ক্যাথলিক চার্চে শুক্রবার রাতেই বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। শনিবার বড়দিনের বিশেষ খ্রিস্টযোগ পরিচালনা করেন প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা। এসময় খ্রিষ্ট ভক্তরা পরিবার পরিজন, দেশ, দশের মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা করেন। পরে গির্জা চত্বরে বড়দিনের কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ধর্মপল্লী এলাকায়।