নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পুলিশের বাঁধায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন পন্ড হয়ে গেছে। আজ রবিবার বিকালে উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজারের কাঠপট্টির একটি স-মিলে এই ঘটনাটি ঘটে। পরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপি’র ব্যানার ফেসটুন জব্দ করে পুলিশ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, কোন ধরনের অনুমতি না নিয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সুজন ও আরিফুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মিরা তাদেও দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। মিছিল থেকে এলাকার পরিবেশ অস্থিতিশীল করার প্রস্তুতিও ছিলো তাদের। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছানোর আগেই পুলিশের উপস্থিতি টের পায় তারা। এ সময় দলের নেতা-কর্মিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাএদও কাছে থাকা বিভিন্ন শ্লোগান লিখা ব্যানার ফেস্টুন ফেলে পালিয়ে যায়। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।