ডেস্ক নিউজ
কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় যুক্তরাষ্ট্র সরকারের উপহার হিসেবে দেওয়া আরও ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকার চালান দেশে এসেছে।
আজ রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ১০ জানুয়ারি আরও ৪৬ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।