নিজস্ব প্রতিবেদক:
নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে ওই বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাকিমকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
জানা যায়, তৃতীয় শ্রেণীর ওই শিক্ষার্থীকে রবিবার (২৫শে আগস্ট) শারীরিক শিক্ষা শিক্ষক আব্দুল হাকিম কপালে ও গালে চুমু খায়। ছাত্রীটি বাড়ীতে ফিরে তার বাবাকে বিষয়টি বলে। তিনি রোববার ফোন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনকে বিষয়টি জানান। প্রধান শিক্ষক সোমবার স্কুলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন । কিন্তু প্রধান শিক্ষক স্কুলে যাননি। তবে তিনি অভিভাবক আব্দুর রহিমের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন আখতারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কিন্ত শিশুটির বাবা আব্দুর রহিম এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ সোমবার বিকেলে অভিযুক্ত শিক্ষক আব্দুল হাকিমকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক আব্দুল হাকিমকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।