নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি অপূর্ব চক্রবর্তী ও তার দুই ভাই অচিন্ত্য চক্রবর্তী ও অসীম চক্রবর্তীর বিরুদ্ধে বাড়ি ভাঙচুরসহ জমি জবরদখলের অভিযোগে মামলা করেছেন শহরের উত্তর পটুয়াপাড়ার বাসিন্দা সিরাজুল আলম।
আজ মঙ্গলবার নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি (নম্বর-৭০২/১৯) দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
জানা যায়, বাদী সিরাজুল আলম ১৯৯৭ সালে নাটোরের উত্তর চৌকিরপাড় এলাকায় একখণ্ড জমি কিনে ঘরবাড়ি তৈরি করে বসবাস করে আসছেন। আদালতে মামলা থাকা সত্ত্বেও ২৪ আগস্ট আওয়ামী লীগ নেতা অপূর্ব চক্রবর্তী ও তাঁর দুই ভাই অচিন্ত্য চক্রবর্তী ও অসীম চক্রবর্তী শতাধিক শ্রমিক ও গুন্ডাপান্ডা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে সীমানাপ্রাচীরসহ বাড়ির কিছু অংশ ভেঙে নিয়ে যান। এ ঘটনায় বাদী পুলিশের কাছে বিচার না পেয়ে আদালতে মামলা করেন। পরে শুনানি শেষে বাদীর অভিযোগ নিয়ে গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্তের নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।