নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় লিচু বাগান পাহারা দিতে গিয়ে বজ্রপাতে আবু হাসনাত ভুলু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে রাব্বি হাসান (২১) নামে আরেক যুবক। শুক্রবার রাত দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত রাব্বিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ভুলু উপজেলার গালিমপুর দিয়াড়পাড়া গ্রামের জামাল প্রামানিকের ছেলে। আহত রাব্বি হাসান একই এলাকার আবু রায়হানের ছেলে। তবে পুলিশ এবিষয়ে কোন কিছুই জানেন না বলে জানান। নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, আবু হাসনাত ভুল ও রাব্বি হাসান শুক্রবার রাতে তাদের বাড়ির পাশে লিচু বাগান পাহারা দিচ্ছিলেন। রাত দুইটার দিকে প্রাকৃতিক দুর্যোগের সাথে হঠাৎ করে প্রচন্ড গতিতে বজ্রপাতে শুরু হলে আবু হাসনাত ভুলু ও রাব্বি হাসান জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাদের দুজনকে স্থানীয়রা উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভুলুকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত রাব্বিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।