নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গার্লস গাইড অ্যাসোসিয়েশন নাটোর শাখার উদ্যোগে উদ্যোগে শহরের নব বিধান বালিকা উচ্চ বিদ্যালয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, গার্লস গাইড অ্যাসোসিয়েশন নাটোর শাখার কমিশনার বেগম হামিদা বানু, সাধারণ সম্পাদিক কামরুন নাহার বেলী, জেলা স্কাউট সম্পাদক সঞ্জীব কুমারসহ অন্যান্যরা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।