নিজস্ব প্রতিবেদক:
নাটোরের জয়কালী বাড়ী মন্দিরের একটি দান বাক্স চুরির ঘটনা ঘটেছে। পরে সকালে মন্দির থেকে প্রায় ৫শ গজ দুরের একটি মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ভাঙ্গা দান বাক্সটি উদ্ধার করা হয়েছে। গতরাত সোয়া দুইটার দিকে শহরের লালবাজারের জয়কালী বাড়ী মন্দিরে এই চুরির ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জয়কালী বাড়ী মন্দির কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা ও স্থানীয়রা বলেন, মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন শেষে গতরাতে মন্দির বন্ধ করে কমিটির সদস্য ও ভক্তবৃন্দরা চলে যায়। পরে মন্দিরের দুইজন নৌশ প্রহরী মন্দিরেই ঘুমিয়ে পড়ে। এই সুযোগে রাতে চোর মন্দিরের পিছন দিক দিয়ে ভিতরে প্রবেশ করে মন্দিরের একটি দান বাক্সটি চুরি করে নিয়ে যায়। প্রতিদিনের মত সকালে মন্দির খোলার পর দেখা যায় দান বাক্সটি সেই নির্ধারিত স্থানে নাই। বিষয়টি মন্দির কমিটির সদস্যদের জানানোর পর পুলিশকে জানানো হয়। এদিকে পুলিশ বিভান্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়দের কাছে খবর পেয়ে মন্দির থেকে প্রায় ৫শ গজ দুরের একটি মাঠের মধ্যে থেকে পরিত্যাক্ত ও ভাঙ্গা অবস্থায় দান বাক্সটি উদ্ধার করে। তবে বাক্সে কি পরিমান টাকা ছিল সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।